এম শরীফ ভূঞা, ফেনী :
‘মুজিব বর্ষের অঙ্গীকার গৃহহীন থাকবে না আর’ এই স্লোগানে উপজেলা অডিটরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় ফেনীর সোনাগাজীতে শনিবার সকাল ১১টায় ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে ঘরের চাবি ও দলিল হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সদর ইউনিয়নের শাহাপুর আশ্রয়ন প্রকল্প মাঠে মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার নাছির উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা নির্বাহি অফিসার অজিত দেব এর সভাপতিত্বে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩, আসনের সাংসদ লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।
সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মিত গৃহ ও জমি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনী’র উপপরিচালক মঞ্জুরুল ইসলাম, ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজগর আলী, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মফিজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, মহিলা আওয়ামীলীগ সভাপতি জোবেদা নাহার মিলি, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, সদর ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন।
2021-01-23