মার্কিন প্রেসিডেন্ট হিসেবে একদিকে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, অন্যদিকে বিদায় নেওয়ার প্রস্তুতি শেষ করছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সকালেই মেরিল্যান্ডের একটি সামরিক বিমানঘাঁটিতে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের যখন অভিষেক অনুষ্ঠান হবে, তার অন্তত চার ঘণ্টা আগেই হোয়াইট হাউস ছেড়ে যাচ্ছেন ট্রাম্প। মার্কিন ইতিহাসে এই প্রথম উত্তরসূরির শপথ অনুষ্ঠানে থাকছেন না বিদায়ী কোনো প্রেসিডেন্ট।
মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদায় নিতে চেয়েছিলেন। সেই আয়োজনে সামরিক কুচকাওয়াজ, সশস্ত্র বাহিনীর নানা আয়োজন, সমর্থকদের বিশাল জমায়েত, প্রশাসনের বর্তমান ও সাবেক কর্মীদের উপস্থিতির পাশাপাশি লালগালিচা সংবর্ধনা চেয়েছিলেন তিনি। কিন্তু মার্কিন ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট হিসেবে দুবার অভিশংসিত হওয়া ট্রাম্পের জন্য তেমন আয়োজন থাকছে না, এটা অনেকটা নিশ্চিত।
মেরিল্যান্ডে অ্যান্ড্রুজ ঘাঁটিতে বুধবার সকাল আটটায় বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে হোয়াইট হাউস। ট্রাম্পকে শেষবারের মতো এয়ারফোর্স ওয়ানের উড়োজাহাজ হোয়াইট হাউস থেকে উড়িয়ে নিয়ে যাবে সেই ঘাঁটিতে। ইতিমধ্যে সেই বিদায়ী অনুষ্ঠানের জন্য অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে অতিথিদের আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, লেজার পয়েন্টার বা খেলনা পিস্তলের মতো কোনো জিনিস সঙ্গে নিতে নিষেধ করা হয়েছে।
বিদায় অনুষ্ঠান শেষে ট্রাম্প ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে যাবেন। সেখানে তাঁর মার-এ-লাগো রিসোর্টে তিনি শুরু করবেন পরবর্তী জীবন। হোয়াইট হাউসে বর্তমানে কর্মরত বেশ কয়েকজন সহকারীও ওই রিসোর্টে তাঁর জন্য কাজ করবেন বলে জানা গেছে।
মার্কিন কিছু সংবাদমাধ্যম বলছে, ট্রাম্পের বিদায় অনুষ্ঠানে ২১ বার তোপধ্বনির মাধ্যমে তাঁকে সম্মান জানানো হতে পারে।