করোনাভাইরাসের টিকা ব্যবস্থাপনায় যুক্ত দায়িত্বশীল সূত্র জানায়, ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের টিকা থেকে ভারত সরকার বাংলাদেশ সরকারকে এই টিকা উপহার হিসেবে দিচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (টিকা) ডা. সামসুল হক বলেন, এখন আমাদের অপেক্ষা কেবল টিকা দেশে এসে পৌঁছানোর। এরপর বেক্সিমকো ফার্মার নিজস্ব পরিবহনে তালিকাভুক্ত এলাকায় সির্ভিল সার্জনদের কাছে তা পৌঁছে দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর সুত্র জানায়, প্রথমে ঢাকা শহর এবং একটি গ্রামের সীমিতসংখ্যক স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া হবে। পরীক্ষামূলকভাবে টিকা দেয়া ব্যক্তিদের ‘শারীরিক অবস্থা’ এক সপ্তাহ পর্যবেক্ষণ করে টিকার গণপ্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।[৬] এদিকে ইতোমধ্যেই টিকাদান কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। টিকা দেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর তৈরি করেছে ৭ হাজার ৩৪৪টি দল। একটি দলে ছয়জন সদস্য থাকবেন। এর মধ্যে দু’জন টিকাদানকারী (নার্স, স্যাকমো, পরিবারকল্যাণ সহকারী) ও চারজন স্বেচ্ছাসেবক।