ফেনী প্রতিনিধি, আজকের সময় : মুজিব শতবর্ষ উপলক্ষে নির্ভীক স্বেচ্ছাসেবী ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠান ফেনী প্রেসক্লাব মিলনায়তনে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়।
ফেনী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক স্টার লাইন সহযোগী সম্পাদক জসিম মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ আবুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার কাউন্সিলর কৌহিনুর, ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, দপ্তর সম্পাদক ও দৈনিক ঢাকা টাইমস জেলা প্রতিনিধি এম. শরীফ ভূঞা, সদস্য ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জসিম উদ্দিন ফরায়েজী, নির্ভীক স্বেচ্ছাসেবী ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি কাজী পারভেজ, সাধারণ সম্পাদক মজিবুল হক চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকসহ অতিথিদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। শহরের শহীদ মিনার চত্ত্বরে শ্রমজীবি ও পথচারীদের মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরন উদ্বোধন করা হয়।