মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ৮ টার দিকে পাঠানটুলি ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুক উল হক।

নিহতের নাম আজগর আলী বাবুল (৫৫) এবং আহত হয়েছে মাহবুব নামে এক যুবক। তাকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপপুলিশ কমিশনার ফারুক জানান, পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে রাতের দিকে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে দু’জন গুলিবিদ্ধ হলে একজন মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *