এম শরীফ ভূঞা, আজকের সময় :

ফেনীতে বাসা-বাড়ী ও অফিসের ছাদে কৃষি চাষের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এখন অনেককেই বাড়ীর ছাদে কৃষি কাজ করতে আগ্রহী হতে দেখা গেছে। দালান ঘরের ছাদগুলো একসময় সবুজে ভরে উঠবে এমনটিই প্রত্যাশা করেন সচেতনমহল। তেমনি একজন বাংলাদেশ কৃষি ব্যাংক ফেনী অঞ্চ‌লের ডিজিএম মোস্তাফিজুর রহমান। অফিস শুরুর এক ঘন্টা আগে এসে বাগান পরিচর্চা করেন, অফিসের সব কাজ শেষে ছুটে যান বাগানে। পাশাপাশি অন্যান্য অাগ্রহী কর্মকর্তা-কমর্চারীরাও তাকে একাজে সহযোগিতা করেন। মাত্র এক মাস আগে শুরু করা ছাদ বাগানের শাক সবজি উপহার দিচ্ছেন কর্মকর্তাদের। অফিসে দুপুরের খাবারের ম্যানুতে থাকছে কীটনাশকমুক্ত নিরাপদ শাক সবজি। পাশাপাশি ফল-ফুলের গাছও লাগানো হয়েছে।
বাগানে ফলবে লাউ, কুমড়া, টমেটো, শিম। গোলাপ, জুঁই, চামেলিরা ছড়াবে সৌরভ। আম, পেয়ারা, কমলা,মাল্টাসহ হরেক রকমের বিষমুক্ত ফল হাত বাড়ালেই মিলবে ছাদের এ বাগানে। ওই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন ডিজিএম মোস্তাফিজুর রহমান। অফিস ভবনের ছাদে গড়ে উঠেছে এক টুকরো সবুজ উদ্যান। আর একাজে সবচেয়ে বেশি উৎসাহ দিচ্ছেন তার সহধর্মিণী, জুম ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক প্রিন্সিপাল ছেমন আরা বেগম। কর্মকর্তাদের মাঝেও বাড়ছে উৎসাহ উদ্দীপনা। এমন উদ্যোগ দেখে প্রত্যেকে নিজেদের বাসা বাড়ির ছাদ ও বারান্দায় গাছ লাগানোর ইচ্ছে ব্যক্ত করেন।
বৃক্ষপ্রেমী ডিজিএম মোস্তাফিজুর রহমান জানান, জলবায়ু পরিবর্তনে বাড়ছে তাপমাত্রা। প্রতিনিয়ত বাড়ছে দূষণ। আর এ বিপর্যয় রোধে ফাঁকা তপ্ত ছাদকে শীতল করতে এবং পরিবেশকে সহনীয় রাখতে পারে গাছপালা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই তিনি ড্রাম, ক্যারেট ও টবে গাছ লাগিয়েছেন। ওই কারণে তার ভবনের কোনো ধরনের ক্ষতি হচ্ছে না। নিরাপদ খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করাও সম্ভব হচ্ছে। গাছের পরিচর্যার বিষয়ে তিনি বলেন, অফিসের কাজের ফাঁকে যেটুকু অবসর সময় পান তার অধিকাংশই ব্যয় করেন বাগান পরিচর্যায়। এব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রণব মজুমদার জানান, বাড়ি বা অফিসের ছাদে বাগান শুধু শখের বিষয় নয়, পরিবেশ রক্ষায়ও রয়েছে এর য‌থেষ্ট ভূমিকা।
ফেনী সদর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান জানান, একটু পরিশ্রম আর পরিকল্পনায় বাড়ির কংক্রিটের ছাদটি পরিণত হতে পারে সবুজ মাঠে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী জানান, ছাদ কৃষি পরিবারের নিরাপদ খাদ্য চাহিদা মেটাতে সক্ষম। কৃষি অফিস এ ব্যাপারে সর্বাত্মক পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *