ফেসবুক ও টুইটারে ব্লক করে দেওয়া হয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু সেখানেই থেমে থাকবেন না তিনি। ট্রাম্প এরই মধ্যে নিজস্ব একটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম চালু করার কথাও ভাবছেন বলে ইঙ্গিত দিয়েছেন।

গতকাল শুক্রবার টুইটার ও ফেসবুকে ব্যান করে দেয় ডোনাল্ড ট্রাম্পকে। নতুন করে সহিংসতা ছড়ানোর থেকে সাবধান হতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই ডোনাল্ড ট্রাম্প এই ইঙ্গিত দেন।
ওয়াশিংটন ডিসি-তে ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পরই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়। এরপরই মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকউন্ট থেকে একের পর এক টুইট করা হয়।

সেখানেই মার্কিন প্রেসিডেন্ট লেখেন, টুইটার আসলে শত্রুতা করে তার মুখ বন্ধ করতে চেয়েছে। হতে পারে টুইটার একটা বেসরকারি সংস্থা। কিন্তু সরকারি অনুমোদন ছাড়া তারা এতদিন টিকতে পারত না। অনেক সাইটের সঙ্গেই তাঁর কথাবার্তা চলছে বলে জানিয়েছেন ট্রাম্প।

তবে শীঘ্রই কোনও বড় ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন তিনি। অদূর ভবিষ্যতে তার নিজের একটি প্ল্যাটফর্ম তৈরি করার কথাও উল্লেখ করেন তিনি। সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *