জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিক অনুমোদনের অধিবেশন স্থগিত করেছে কর্তৃপক্ষ। ডোনাল্ড ট্রাম্পের হাজারো সমর্থকরা শেষ কামড় দেয়ার চেষ্টা, তারা ওয়াশিংটনের ‘ক্যাপিটল হিল’ দখলের জন্য ব্যপক ভাঙচুর চালিয়ে যাচ্ছে।
ইতোমধ্যে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আত্মরক্ষার্থে কংগ্রসসদস্যদেরকে টেবিলের নিচে লুকানোর জন্য বলা হয়েছে।
ক্যাপিটল হিলের এই ঘটনাকে মাকিন ইতিহাসে নজিরবিহীন বলছে মার্কিন গণমাধ্যমগুলো।
ক্যাপিটল হিলের বাইরে ভীড় জমানো অনেকের হাতে অস্ত্র দেখা যাচ্ছে।
এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় ডিসি মেয়র মুরিয়েল বাউজার অতিরিক্ত নিরাপত্তার ব্যাবস্থা গ্রহণ করেছেন। সন্ধ্যা ৬টা থেকে ওয়াশিংটন ডিসিতে কার্ফিউ জাড়ি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলার বাহিনীর সাহায্য চেয়েছে পুলিশ। ওয়াশিংটন ডিসিতে যান ও জনসাধারণের চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মার্কিন কংগ্রেস ভবনসহ সারা শহরে ন্যাশনাল গার্ড মোতায়ন করা হয়েছে।
বিক্ষোভকারীদের শান্ত থাকার পরামর্শ দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ”ঘরে ফিরে যাও” । তারা আমাদের ভূমিধস বিজয়কে চুরি করে নিয়ে গেছে।
জো বাইডেন জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেন, এরকম ঘটনাকে মার্কিন জনগণের জন্য দুঃখজনক । সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন, ট্রাম্পের উচিত তার সমর্থকদের শান্ত থাকতে বলা।