নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে সহিংস্র হামলায় নিন্দা জানিয়েছেন। বাইডেন এই বিদ্রোহকে রাষ্ট্রদ্রোহের সাথে তুলনা করেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জাতীয় টেলিভিশনে উপস্থিত হয়ে এই বিদ্রোহ বন্ধ করার নির্দেশ দিতে বলেন।

বাইডেন বলেন, এটা কোনো ভিন্নমত নয়। এটা একটা ব্যাধি। এটা বিশৃঙ্খলা যা রাষ্ট্রদ্রোহের শামিল এবং এটা এখনই বন্ধ হওয়া উচিৎ।

ডেলওয়ারের উইলমিংটনে বাইডেন বলেন, আমি এই জনতার প্রতি আহ্বান জানাই আপনারা এই বিদ্রোহ এখানেই শেষ করুন এবং যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে এগিয়ে যেতে দিন।

ট্রাম্পের নাম উল্লেখ না করে বাইডেন বলেন, প্রেসিডেন্ট কি বললেন সেটাই মূল ব্যাপার, সেটা যতই ভাল বা মন্দ যাই হোক না কেন। সবচেয়ে বড় ব্যাপার, প্রেসিডেন্টের বাণী অনুপ্রেরণা যোগাতে পারে।

এর পরপরই বাইডেন ক্যামেরার দিকে তাকিয়ে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আমি এখন এই মুহূর্তে ট্রাম্পকে আহ্বান বলছি, আপনি জাতীয় টেলিভিশনে যান এবং নিজের শপথ রক্ষা করুন। এই বিশৃঙ্খলা বন্ধ করে দেশের সংবিধানকে রক্ষা করুন।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে এই হামলার নিন্দা করে বাইডেন বলেন, ক্যাপিটল ভবনে যেন ঝড় বয়ে গেছে। জানালা ভেঙে দিয়েছে, অফিস দখল করেছে, যুক্তরাষ্ট্রের সিনেট ফ্লোরে তারা ভাঙচুর চালিয়েছে এবং নির্বাচিত কর্মকর্তাদের হুমকি দিয়েছে। এটা কোনো ভাবেই প্রতিবাদ হতে পারেনা, এটা বিশৃঙ্খলা।

মার্কিন ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার প্রেক্ষিতে বাইডেন এক জরুরী ভাষণে এই বক্তব্য তুলে ধরেন। শত শত ট্রাম্প সমর্থকের বিদ্রোহ ভবনটিকে তীব্র করে তোলে এবং অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছে। হামলার কারণে মার্কিন সিনেট ফ্লোর খালি করা হয় এবং মার্কিন প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বিক্ষোভকারীদের বিক্ষোভের কারণে কংগ্রেসের অধিবেশন ব্যহত হয় এবং কিছু সময় বিরতির পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। বিক্ষোভকারীরা হাউজের চেম্বারে প্রবেশেরও চেষ্টা করে কিন্তু পুলিশের বাধার কারণে তা সফল হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার সহ বিভিন্ন টিভি চ্যানেল ও মিডিয়াতে অসংখ্য ছবি ছড়িয়ে পড়েছে যেখানে বিদ্রোহীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের চিত্র উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *