ভয়াবহ কুয়াশায় হঠাৎ করেই ঢেকে যায় ইসরায়েল। দেখে মনে হয় যেন কুয়াশার এক রাজ্য। একেবারেই অদৃশ্য হয়ে যায় দেশটির অর্থনৈতিক কেন্দ্র বলে পরিচিত তেল আবিব শহর। রবিবার সকালে কুয়াশা দেখা গেলেও বিকালে আর দেখা যায়নি।

ভিডিওতে দেখা যায়, শহরের সড়ক, ছোট ছোট বাড়ি, সুউচ্চ ভবনসহ বিভিন্ন স্থাপনা ঢেকে যায় কুয়াশায়। সড়কে থেকে হাত বাড়ালেই স্পর্শ করা যাচ্ছিল কুয়াশা।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, কুয়াশার কারণে তেল আবিবের সড়কে ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা। কুয়াশাটি সমুদ্র থেকে উৎপন্ন হয়ে উপকূলীয় সমভূমি এবং অন্যান্য অঞ্চলে আর্দ্রতা বাড়িয়ে তোলে। পুরো তেল আবিব আচ্ছন্ন হয়ে যায়। যা ১৯৪৮ সালে আধুনিক ইসরায়েল প্রতিষ্ঠার পর সবচেয়ে খারাপ অবস্থা।

 

হঠাৎ এমন কুয়াশা দেখে বিস্ময় প্রকাশ করেছেন আবহওয়াবিদরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *