অবৈধভাবে ইন্টারনেট সেবা দেওয়ায় রাজধানীর উত্তরার ৯ নম্বর সড়কের ইরটেল সার্ভিসেস লিমিটেড নামে একটি ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম বন্ধ এবং নেটওয়ার্ক অপারেশন সেন্টার সিলগালা করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

রবিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।

কোনও ধরনের আইএসপি লাইসেন্স না থাকায় গত ৩১ ডিসেম্বর বিটিআরসি’র এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেট’র সিনিয়র সহকারী পরিচালক কাজী মাঈনুল হাসান, সহকারী পরিচালক হাজ্জাজ হোসেন হেলাল, অভিরাম সাহা ও উপ-সহকারী পরিচালক মো. রায়হান কবিরের সমন্বয়ে গঠিত পরিদর্শক দল রাজধানীর উত্তরা-পূর্ব থানার পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।

ওই প্রতিষ্ঠানের সেবা গ্রহণকারীদের লাইসেন্সধারী প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সেবা নিতে বিটিআরসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। একইসঙ্গে লাইসেন্সবিহীন ইন্টারনেট সেবা প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেছে বিটিআরসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *