২০২১ বর্ষবরন উদযাপন করতে গিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডে ফানুস থেকে রেজিন্সি টাওয়ার নামের একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, শুক্রবার রাত ১২.১৫ মিনিটে ছাদে ফানুস উড়াতে গিয়ে আগুনের সূত্রপাত হয়, এরপরেই ভবনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পরে।
ভবনটিতে বসবাসকারী ব্যাংক কর্মকর্তা এস. এম. তোফায়েল আহমেদ আমাদের সময়.কম কে জানায়, ভবনটিতে প্রায় ৮০টির মতো পরিবার বসবাস করে। অগ্নিকান্ডের খবর শুনে আতংকগ্রস্থ হয়ে বাসিন্দারা তাড়াহুড়ো করে সিড়ি দিয়ে নামতে গিয়ে অনেকেই আহত হয়।পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
তিনি আরো বলেন, গত বছর একই কারনে ভবনটির পাশের আরেক ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মাঠের ফানুস ছাদে উড়ালে এমন ঘটনা ঘটতেই থাকবে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এধরনের ঘটনা প্রশাসনের গাফিলতির দিকেই ইংগিত দিচ্ছে। এ ব্যাপারে প্রশাসনকে আরো বেশী নজর দিতে হবে, নয়তো আগামীতে ভয়াবহ দুর্ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে।