ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে  অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।

ইইউ-যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে সমর্থন দিয়েছে ব্রিটিশ সংসদ সদস্যরা। চুক্তিটি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে বুধবার ভোটাভুটি হয়। চুক্তিটির পক্ষে পড়েছে ৫২১টি ভোট এবং বিপক্ষে পড়েছে ৭৩টি ভোট।

২৭ জাতির ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার এক বছর পর আগামী ৩১ ডিসেম্বর থেকে ইইউ’র বাণিজ্য নীতি থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাজ্য। এতে বাণিজ্যের ক্ষেত্রে বড় বদল আসবে। যুক্তরাজ্য ও ইইউ আলাদা বাজার গড়ে তুলবে, আর বন্ধ হয়ে যাবে অবাধ চলাচল।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি দেশই এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল চুক্তিটিকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন। ফ্রান্স অবশ্য বলেছে, ফরাসি জেলেদের স্বার্থ সুরক্ষিত না হলে তারা ভেটো দেবে। বস্তুত, ১০ মাস ধরে চুক্তিটি নিয়ে আলোচনায় ফরাসি মৎস্যজীবীদের বিষয়টি তাৎপর্যপূর্ণ ছিল। যুক্তরাজ্য ও ফ্রান্স এই বিষয়টি নিয়ে দীর্ঘ বিতর্ক করেছে।

গত বৃহস্পতিবার নানা হিসাব-নিকাশ আর টানাপোড়েন শেষে সম্পন্ন হলো ইইউ-যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *