দেশজুড়ে রিটার্নিং কর্মকর্তাদের ঘোষণা করা ফল অনুসারে এ তথ্য জানা গেছে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী পঞ্চগড় সদর, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম সদর, রাজশাহীর কাটাখালি, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা সদর, বরগুনার বেতাগী, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জ সদর, ঢাকার ধামরাই, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা ও চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

এছাড়াও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও রাজশাহীর পুঠিয়া পৌরসভায় বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী।

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী তিন প্রার্থীর মধ্যে দুজন আওয়ামী লীগের বিদ্রোহী এবং একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী বলে জানা গেছে। এরমধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে জয় পেয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও পটুয়াখালীর কুয়াকাটার প্রার্থীরা। আর দিনাজপুরের ফুলবাড়ীতে জয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী।

এছাড়াও খুলনার চালনা পৌরসভায় ভোট শুরুর পরপরই বিএনপির প্রার্থীর মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। খবর পেয়ে নির্বাচন কমিশন এই পৌরসভায় ভোটগ্রহণ স্থগিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *