দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞায় নামার বাজারে ছোট মালিপুর গ্রামের আকু সরদার বাড়িতে শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে তিনটি বসত ঘর ও তিনটি রান্নাঘর সহ মোট ছয়টি ঘর পুড়ে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় ।

শনিবার দুপুরে ওই বাড়ির দিনমজুরি আমির হোসেনের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে পরে আগুন ছড়িয়ে পরে পার্শ্ববর্তী পান বিক্রেতা শহীদুল্লাহর ঘর ও সিএনজি চালক মনির হোসেনের বসত করে এতে তিন পরিবারের তিনটি ঘর তিনটি রান্নাঘর ও ঘরে থাকা সকল আসবার পত্র পড়ে যায় । খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফেনী ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে ।

ঘটনাস্থল পরিদর্শন করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ আক্তার তানিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ, দাগনভূঞা সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন। ওই সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *