ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর করোনা শনাক্তের পর স্বেচ্ছা আইসোলেশনের ঘোষণা দিয়েছেন ইউরোপের বেশ কয়েকটি দেশের নেতারা। এই তালিকায় রয়েছেন, ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লস মাইকেল, স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও ওইসিডি-এর সেক্রেটারি জেনারেল অ্যাঙ্গেল গুর। এদের সবাই সম্প্রতি মাখোঁর সংস্পর্শে এসেছেন।
গত সপ্তাহে ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের এক সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশের প্রধানদের সঙ্গে মিলিত হন মাখোঁ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের করোনা নেগেটিভ আসলেও তিনি কোয়ারেন্টাইনে থেকে কাজ করার কথা জানিয়েছেন। এ দিকে, পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা (৫৯) তাঁর সব আনুষ্ঠানিক সফর বাতিল করেছেন। করোনা পরীক্ষার ফলাফল আসার আগেই তিনি স্বেচ্ছা আইসোলেশনে চলে গেছেন। প্যারিসে গত বুধবারে প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে মধ্যাহ্নভোজ করেছিলেন পর্তুগিজ প্রধানমন্ত্রী।
ফরাসি প্রেসিডেন্টের সংস্পর্শে আসার পর বেলজিয়াম প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রু ও লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হাভিয়ের বেটটেলও স্বেচ্ছা আইসোলেশনে চলে গেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতিতে দিয়েছেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী বেটটেল।
আইরিশ প্রধানমন্ত্রী মিখাইল মার্টিনের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রীর কোভিড-১৯ ফলাফল নেগেটিভ। তবে তিনি সবার সঙ্গে যোগাযোগ সীমিত করে দিচ্ছেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসতেক্স (৫৫) ও স্পিকার রিচার্ড ফেররান্ড (৫৮) স্বেচ্ছা আইসোলেশনে আছেন বলে তাঁদের নিজ নিজ দপ্তর থেকে জানানো হয়।