দাগনভূঞা সংবাদদাতাঃ শিশুর মনন বিকাশে যুব ঐক্য হোক আগামীর অংগীকার এই শ্লোগানকে সামনে রেখে দাগনভূঞা উপজেলার শিশু কিশোর আসর’ র কার্যালয় উদ্বোধন ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার(২০ নভেম্বর) বিকালে সংগঠনের সদস্য শাহ আলমকে সভাপতি ও এবিএম রিয়াজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা ঘোষণা করা হয়। এর আগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সংগঠনের নিজস্ব কার্যালয় উদ্বোধন করেন ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ ও স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন সোহেল প্রমূখ।