আজকের সময় রিপোর্ট :
‘ইন্টার্যাক্ট ক্লাব অব ফেনী রাইজিং সান’ নামে ফেনীতে আর ও একটি নতুন ইন্টার্যাক্ট ক্লাব চার্টার লাভ করেছে। ১৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে প্রতিষ্ঠিত ক্লাবটি ২৫ অক্টোবর ২০২০ তারিখে ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন আহমদ কর্তৃক প্রাথমিক অনুমোদন প্রাপ্ত হয়। পরবর্তীতে ২৯ অক্টোবর ২০২০ তারিখে ক্লাবটি রোটারী ইন্টারন্যাশনালের চূড়ান্ত অনুমোদন লাভ করে, যার আই.ডি নং-২২২১৬০।
১২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের সমন্বয়ে সংগঠিত এ ক্লাবটি স্পন্সর করেছে রোটারী ক্লাব অব ফেনী রাইজিং সান। ক্লাবটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ইন্টা. আরীব আউয়াল ফাইয়াজ এবং প্রতিষ্ঠাকালীন সচিব ফাহমিদা আক্তার নূপুর। ২০২০-২১ রোটাবর্ষে ক্লাবটির এডভাইজর এবং কমিটি চেয়ার হিসাবে দায়িত্ব পালন করছেন রোটাঃ সিপি ফারহানা আক্তার রুমি। রোটাঃ সিপি আবদুল আউয়াল সবুজ এর পুত্র ইন্টা. আরীব আউয়াল ফাইয়াজ এবং রোটাঃ কামরুন নাহার মনীষা ও রোটাঃ পি পি নজরুল ইসলাম সবুজ এর কন্যা ইন্টা. ফাহমিদা আক্তার নূপুর তাদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী।
ক্লাবটি সংগঠিত করতে স্পন্সর রোটারী ক্লাবটির এডভাইজর রোটাঃ সিপি আবদুল আউয়াল সবুজ এবং গভর্নরের অনুমোদন গ্রহণে মুহুরী জোন কো-অর্ডিনেটর রোটাঃ পিপি আবু জুবায়ের ভূঞা মুন্নার বিশেষ ভূমিকা রয়েছে।
উল্লেখ্য, নতুন ক্লাবটি ফেনীর দ্বিতীয় ইন্টার্যাক্ট ক্লাব। ইন্টার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব নামে অপর একটি ক্লাব মার্চ ২০১৬ থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।