নিউজ ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা বিস্ফোরণে সাত শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৭০ জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানের ডন অনলাইন বলছে, মঙ্গলবার সকালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার নগরীর দির কলোনি এলাকায় স্থাপিত একটি মাদ্রাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, পাঁচ কেজি ওজনের একটি দূরনিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণের সময় শিক্ষার্থীরা কোরআন শিক্ষা গ্রহণ করছিলেন। ওই ক্লাসের মধ্যে বড় একটি ব্যাগে বোমাটি বহন করা হয়েছিল। হতাহতের মধ্যে দুজন শিক্ষক রয়েছেন, বাকিরা শিক্ষার্থী। ঘটনাস্থলের পার্শ্ববর্তী লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র এবং পুলিশ হতাহতের পরিসংখ্যান নিশ্চিত করেছে।

এখনো কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *