আজভ সাগরে রাশিয়ার একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন। রাশিয়ার এ তেল ট্যাংকারটি শনিবার রোস্তভ-অন-ডন বন্দরের দিকে যাচ্ছিল। রুশ ফেডারেল মেরিটাইম এজেন্সি এ তথ্য জানিয়েছে। খবর এবিসি নিউজের।

জেনারেল আজি আসলানভ নামের এ ট্যাংকারে তেল বহন করা হচ্ছিল না, বরং জাহাজে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। এ সময় জাহাজটিতে ১৩ নাবিক ছিলেন। এদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

রাশিয়ার দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ তিন ব্যক্তিকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৪০০ কিলোমিটার এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *