নিউজ ডেস্ক: ২০২০-২১ অর্থবছরে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৯০০ জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) মনাকষা ইউনিয়নে ১২০ জেলে পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল তুলে দেন ইউপি সচিব আবদুর রাকিব ও ফিশারিজ কোয়ারেন্টিন অফিসার হাফিজুর রহমান।
এদিকে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০ বাস্তবায়নে শিবগঞ্জ বাজার, মনাকষা মাছ বাজার ও পদ্মা নদীর বোগলাউড়ি ঘাটে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানে কোনো মা ইলিশ পাওয়া যায়নি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান চলছে। অবৈধ জাল বিক্রি বন্ধ ও প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।