নিউজ ডেস্ক: ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ওমিদুল (১৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) ভোরে চুয়াডাঙ্গার দামুড়হুদার ঠাঁকুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত ওমিদুলের বাড়ি দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামে। তার বাবা নাম শহিদুল।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির অধিনায়ক বলেন, আজ ভোরে ঠাঁকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে গরু ব্যবসায়ী ওমিদুল ভারত সীমান্তে প্রবেশ করলে বিএসএফ গুলি করে। তারা ওমিদুলের লাশ নিয়ে গেছে। এঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফ মালুয়াপাড়া বরাবর প্রতিবাদপত্র ও পতাকা বৈঠকের জন্য পত্র পাঠানো হয়েছে। পতাকা বৈঠক হলে ওমিদুলের লাশ ফেরত পাওয়া যাবে।