ফেনী প্রতিনিধি :

হোমিও গবেষক ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদের ‘হোমিও সমাধান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত বুধবার সকালে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো:ওয়াহিদুজজামান।তার বক্তব্যে বলেন, হোমিও সমাধান বইটি হোমিও গবেষণায় মাইলফলক হয়ে থাকবে। বইটিতে বিভিন্ন জানা-অজানা রোগের কারন, প্রতিরোধ ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। বইটি কিনে লেখককে উৎসাহ দিবেন, উজ্জীবিত করবেন। হোমিও চিকিৎসার আরো বেশি সফলতা জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। বইটি পড়লে সাধারন মানুষ উপকৃত হবে।বইটির প্রকাশক ডা. মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে ও সবুজ আন্দোলন ফেনী জেলা শাখার যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় হোমিওপ্যাথিক বোর্ড মেম্বার ডা: একেএম ফজলুল হক সিদ্দিকী, নোয়াখালী এমএ রহমান হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা: মো: মোস্তফা হাসান, চট্টগ্রাম হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: রতন চক্রবর্তী, স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ডা: চন্দন দত্ত, ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক কুমার ধর ও শাহাদাত সাফিয়া হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসা কেন্দ্রের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন,মাওলানা ছানাউল্লাহ,মাওলানা আবদুল কাইয়ুম, সবুজ আন্দোলন ফেনী জেলার উপদেষ্টা, এন এন জীবন,ডা.মোতাহের হোসেন,রাসেল মিয়াজী,অফিস সহকারী রফিকুল ইসলাম প্রমুখ।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান
শেষে শাহাদাত সাফিয়া হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *