সোমবার রাতে কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ব্যাঙ্গালুরু। জবাবে নির্ধারিত ২০ ওভার শেষে কলকাতার স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১১২ রান।

ফলে ৮২ রানের বিশাল ব্যবধানের জয় পায় ব্যাঙ্গালুরু। এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে তারা। টেবিল টপার মুম্বাই ইন্ডিয়ানসের মতোই সাত ম্যাচে ৫টি জিতেছে কোহলির ব্যাঙ্গালুরু। তবে নেট রানরেটের কারণে মুম্বাই ও দিল্লির নিচে তাদের অবস্থান।

কলকাতাকে উড়িয়ে দেয়ার ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েছেন ব্যাঙ্গালুরুর সবচেয়ে বড় দুই তারকা, নির্ভরতার প্রতীক বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। আইপিএলের প্রথম জুটি হিসেবে ১০টি শতরানের পার্টনারশিপ এবং জুটি বেঁধে ৩০০০ রান যোগ করার রেকর্ড গড়েছেন এ দুজন।

সোমবার রাতের ম্যাচটিতে ডি ভিলিয়ার্স যখন ব্যাটিংয়ে আসেন তখন ১২.২ ওভারে ব্যাঙ্গালুরুর সংগ্রহ ২ উইকেটে ৯৪ রান। সঙ্গি হিসেবে তিনি পান কোহলিকে। দুজন মিলে মাত্র ৪৭ বলে যোগ করেন আরও ১০০ রান। ভিলিয়ার্স ৭৩ ও কোহলি ৩৩ রানে অপরাজিত থাকেন। এ দুজনের জুটিতেই ১৯৪ রানের বড় সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু।

আন্দ্রে রাসেল, কামলেশ নাগরকোটি, প্রাসিদ কৃষ্ণাদের বিপক্ষে এই ৪৭ বলে ১০০ রানের জুটিটি আইপিএলে কোহলি ও ভিলিয়ার্সের দশম শতরানের জুটি। আইপিএলের রেকর্ড ২২৯ রানের জুটিসহ দুইবার দুইশ’র বেশি রানের জুটি করেছেন তারা। এছাড়া আরও ৮ বার করেছেন ১০০ বা তার চেয়ে বেশি রানের জুটি।

আইপিএলে সর্বোচ্চ শতরানের জুটির পরের রেকর্ডটিও কোহলি-ব্যাঙ্গালুরুর দখলেই। দলের মারদাঙ্গা ওপেনার ক্রিস গেইলের সঙ্গে নয়বার শতরানের জুটি গড়েছেন অধিনায়ক কোহলি। এ তালিকায় পরের জুটিগুলো যথাক্রমে শিখর ধাওয়ান-ডেভিড ওয়ার্নার (৬), ডেভিড ওয়ার্নার-জনি বেয়ারস্টো (৫) এবং গৌতম গম্ভীর-রবিন উথাপ্পা (৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *