স্টাফ রিপোর্টার : ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বরইয়া গ্রামের প্রবাসী জামাল উদ্দিনের উপর হামলা করে হয়রানি করছে স্থানীয় প্রতিপক্ষ।
ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্মপুরের বাসিন্দা জামাল উদ্দিন দীর্ঘ ২২ বছর প্রবাসে ছিলেন। বর্তমানে দেশে এসে মুরগী খামার শুরু করেন। এতে স্থানীয় কিছুলোক হিংসার বশবর্তী হয়ে তার উপর হামলার পরিকল্পনা করে। মসজিদে নামাজ আদায় করতে গিলে ইচ্ছাকৃত ফ্যানের সুইস বন্ধ করে দেয় একইগ্রামের সামছুল হকের পুত্র মোবারক হোসেন। এ নিয়ে কথা কাটাকাটি হলে মোবারক সহ রোদোয়ন হৃদয়, সোহাগ, আবুল হক, রাফি পরিকল্পিতভাবে হামলা করে আহত করে। হামলা স্বীকার হয়ে থানায় মামলা করতে গেলে জানাযায় হামলাকারীরা আগেই একটি মিথ্যা মামলা করে।
প্রবাসী জামাল উদ্দিন জানান, হামলাকারীরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকী দিচ্ছে। তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত।
ফেনী মডেল থানার ইনচার্জ (ওসি) জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।