দাগনভূঞা প্রতিনিধি :

দাগনভূঞায় শিশু কিশোর আসরের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ২০২০ অনুষ্ঠিত হয়েছে।এছাড়া ও গরীব এবং অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও রিকশা বিতরণ করা হয়।

শিশু কিশোর আসরের একাডেমীক প্রতিষ্ঠান কে. বি মডেল একাডেমীতে উক্ত অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।

শিশু কিশোর আসরের সদস্য সচিব শিক্ষানবিশ আইনজীবী রিয়াদের সঞ্চালনায় আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ৫নং ইয়াকুব পুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল।
অনুষ্ঠান শেষে সদস্য সচিব শিক্ষানবীস আইনজীবী রিয়াদের সাথে কথা বলে জানা যায়, শিশু কিশোর আসর মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো, ধর্ষণ ও ইভটিজিং বিরোধী সচেতনতা বাড়ানো,গরীব ও অসহায়দেরকে সহায়তা প্রদান, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প,খেলাধুলার আয়োজন, বৃক্ষরোপন,অসহায়দেরকে আইনি সহায়তা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবদুল্লাহ আল মারুফ, তরুণ চক্রবর্তী, নুরুল আমিন সোহাগ, একে এম ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- ইয়াসিন মোল্লা, বেলায়েত হোসেন দুলু, কামাল উদ্দিন, সামসুদ্দিন, আবদুল হাকিম বাবলু, ইমতিয়াজ আহমেদ রাকিব ও মো: রুহুল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *