স্টাফ রিপোর্টার : ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের একই পরিবারের দুই যুবক ভাই প্রতিবন্ধি হওয়ায় মানবেতন জীবনযাপন করছে তার পরিবার। জায়গা সম্পদ বিক্রি করে গত ১৫ বছর চিকিৎসার খরচ চালাতে গিয়ে আজ তারা নিঃস্ব। বর্তমানে টাকার অভাবে আটকে আছে মাঈন উদ্দিন ও নাছের উদ্দিনের চিকিৎসা।
পরিবার সূত্রে জানা যায়, মতিগঞ্জ ইউনিয়নের বাদাদিয়া গ্রামের ছয় ভাইদের বাড়ির মৃত জামাল উদ্দিন ও মৃত বিবি আয়েশার চার ছেলেমেয়ের মধ্যে দুজনই প্রতিবন্ধি।
জন্মের ৫ বছর পর থেকে শারিরীকভাবে বিকলাঙ্গ হয়ে যায়। বর্তমানে অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারে না। দুই প্রতিবন্ধির চিকিৎসা খরচ চালাতে গিয়ে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে তারা। এলাকার মানুষদের সহযোগিতায় কিছুদিন চিকিৎসা চললেও এখন তা টাকার অভাবে বন্ধ। দুই প্রতিবন্ধি ভাইয়ের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের সহযোগীতা চেয়েছে তার পরিবার। যারা সহযোগিতা করতে চান, যোগাযোগ – 01862530460 (বিকাশ পার্সোনাল)। আপনার সহযোগিতায় হাসি ফুটবে এক অসহায় পরিবারের।