নিউজ ডেস্ক: বাংলাদেশের মোবাইল শিল্প এবং টেলিমার্কেটিংয়ের উন্নয়নে কাজ শুরু করছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘জয় কলস’। ইতোমধ্যে মোবাইল পরিসেবা, ভাস সার্ভিস নিয়ে দেশের বাজারে কাজ করছে প্রতিষ্ঠানটি।
জয়কলস গ্রুপের আন্তর্জাতিক ব্যবসায় বিকাশ পরিচালক মাইকেল ইভানভ জানান, মধ্যমআয়ের দেশগুলোতে প্রযুক্তি প্রসরণ এবং উদ্ভাবন টেলিযোগাযোগ শিল্পকে বেগবান করবে। সে লক্ষ্যে কাজ করবে তাদের প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফ আহমেদ।
শিশুদের ব্যবহার উপযোগী ইংরেজি শেখার অ্যাপ্লিকেশন ‘স্মার্ট বেবি অ্যাপস’ এবং ইসলামী বিষয়বস্তু নিয়ে ‘হাদিস’ আইভিআর পোর্টাল সার্ভিস পরিচালনা করছে জয়কলস।
জয়কলস একটি রাশিয়ান কোম্পানি। গত ১০ বছরে বিশ্বের বিভিন্ন দেশে ১৫০টিরও বেশি প্রকল্প পরিকল্পনা বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে পাঁচ বছরেরও বেশি সময় ধরে টেলিকম মার্কেটে কাজ করছে এ প্রতিষ্ঠান। রাশিয়া-বাংলাদেশ ছাড়া উজবেকিস্তান, কম্বোডিয়া, কিরগিজস্তান, কাজখস্তান, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, মালয়েশিয়াতেও প্রতিষ্ঠানটি কাজ করছে।