আজকের সময় রিপোর্ট :
নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে আলোক নিশান ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলার তিস্তা চরাঞ্চলের চর গোকুন্ডায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে সংগঠনটি। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, আলু, সাবান, খাবার স্যালাইন, বিস্কুট ও মাস্ক বিতরণ করা হয়! এ সময় উপস্থিত ছিলেন আলোক নিশান ফাউন্ডেশনের লালমনিরহাট শাখার প্রধান সমন্বয়ক মিলন পাটোয়ারি, বীর মুক্তিযোদ্ধা ও লালমনিরহাট বার্তার সম্পাদক ডক্টর এস এম শফিকুল ইসলাম, নাট্যকার ও লেখক শ্রী মাখন লাল দাসসহ অনেকেই।
মানবতা দিয়ে গড়ি আলোকিত বিশ্ব এই শ্লোগানে, সুবিধাবঞ্চিত অসহায় মানুষের শিক্ষা, চিকিৎসা ও দুর্যোগ কবলিত ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে কাজ করছে সংগঠনটি।