দাগনভূঞা প্রতিনিধি : ফেনীর দাগনভূঞায় উপজেলা কৃষক লীগের আয়োজনে অনুষ্ঠিত বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির বলেন, এদেশের কৃষি ও কৃষক হাসলে, দেশ ও জাতি হাসবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের কৃষকদের সর্বাধিক গুরুত্ব দিয়ে গেছেন। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে যুগপোযুগি পদক্ষেপ গ্রহন করছেন। বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতিতে প্রতিটি মানুষের পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত জরুরী।

কৃষি মন্ত্রণালয়ের প্রধান বীজতত্ত্ববিদ কৃষিবিদ আজিম উদ্দিনের সহযোগিতায় উপজেলা পশ্চিম পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে আয়োজিত বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী শাহ আলাম। পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত বীজ বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ রাফিউল ইসলাম, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ রায়হান, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি সামছ উদ্দিন বিকম।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মারুফ, পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম হেলাল, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার পেয়ার আহাম্মদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম পলাশ, জাকির আহমদ, স্থানীয় ইউপি সদস্য মুজিবুল হক চৌধুরী, কৃষক আকবর হোসেন প্রমুখ। সভায় শতাধিক চাষীদের মাঝে সবজী বীজ তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *