রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের দায়ে ৪৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
আটকের সময় তাদের কাছ থেকে এক হাজার ৯৩৬ পিস ইয়াবা, ১৬৯ গ্রাম হেরোইন, এক কেজি ৯০ গ্রাম গাঁজা ও চারটি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা হয়েছে।