দাগনভূঞা প্রতিনিধি :
“শিশুর মনন বিকাশে যুব ঐক্য, হোক আগামীর অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে ৯ সদস্যের কমিটি নিয়ে ১৯৮৮ সালে আত্মপ্রকাশ হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশু কিশোর আসর’। দীর্ঘদিন নিভে থাকার পর সংগঠনটিকে আবার জাগ্রত করতে চলেছে অর্ধশতাধিক তরুণ-যুবকের একটি দল।
শুক্রবার বিকালে ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম চন্ডিপুর গ্রামে আব্দুল্লাহ আল মারুফের সভাপতিত্বে শাহ আলমকে আহ্বায়ক ও এবিএম রিয়াজুল ইসলাম রিয়াদকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।
এগারো সদস্য বিশিষ্ট এই কমিটির যুগ্ন-আহ্বায়ক পদে জহিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মারুফ, দেবব্রত চক্রবর্তীর,সদস্য পদে- সঞ্জীব চক্রবর্তী, মোশাররফ হোসেন, জাবেদুল ইসলাম, নুরুল আমিন সোহাগ ,মো. রাকিবুল হোসেন, ও তন্ময় চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়।
এ সময় আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন, সাপ্তাহিক গণবার্তার নোয়াখালী জেলা প্রতিনিধি- আলাউদ্দিন লিংকন ও শোভালয় জার্নালের ভা: সম্পাদক ও জাতীয় নিশানের ফেনী জেলা প্রতিনিধি- জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।