সাহেদ সাব্বির, আজকের সময় :
বগুড়ার একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলো আলোক নিশান ফাউন্ডেশন।
ছবিতে হেজাব পরা ফাইল হাতে যে মেয়েটিকে দেখছেন, ওর নাম জেসমিন আক্তার। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার শোলারতাইড় গ্রামে বাড়ি। ক্লাস ফাইভ, এইট ও এসএসিতে গোল্ডেন এ+ পেয়েছে। কতটা মেধাবী বুঝতেই পারছেন।
নদীতে বাড়ি ভেঙে যাওয়া ও পারিবারের অর্থিক অনটনের কারণে চিরতরে বন্ধ হয়ে যাচ্ছিলো তার লেখাপড়া৷ জেসমিন নিজেই আলোক নিশান ফাউন্ডেশনে যোগাযোগ করে শিক্ষা স্কলারশিপের জন্য৷ আলোক নিশান টিম তথ্য যাচাই,বাছাই করার পর জেসমিনকে রাজশাহী মহিলা কলেজে ভর্তি করিয়েছে। ও চান্স পেয়েছে এই কলেজেই৷
জেসমিন এর ভর্তি কার্যক্রমে সহযোগিতা করতে রাজশাহী তে গিয়েছিল আলোক নিশান ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা এবং পরিচালক প্রশাসন,সাহেদ সাব্বির সোহাগ, সাথে ছিলেন আলোক নিশান ফাউন্ডেশনের মেহেরপুর জেলা শাখার পরিচালক ,প্রশাসন সাজেদুর রহমান সাজু।
সাইন্সে ভর্তি হয়েছে জেসমিন। আপনারা সবাই জানেন সাইন্সে একজন শিক্ষার্থীর কি পরিমাণ খরচ হয়। আপনাদের দোয়া আর আল্লাহ রহমতে আমরা জেসমিদের এইচএসসি পাশ করা পর্যন্ত খরচ বহনের দায়িত্ব নিলাম। আশা করছি আপনারা আমাদের সাথে থেকে জেসমিনের পড়ালেখা এগিয়ে নিতে সহায়তা করবেন।
আলোক নিশান ফাউন্ডেশনের প্রাপ্তির খাতা একের পর এক বেড়ে যাচ্ছে। আপনারা পাশে ছিলেন বলেই আমরা একের পর এক বড় বড় কাজ করতে পারছি। আশা করি এভাবেই আপনারা সহায়তার হাত বাড়িয়ে আলোক নিশানকে আলোকিত করবেন। কৃতজ্ঞতা আপনাদের জন্য।