সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ হলো মাঠ প্রশাসন। মাঠপর্যায়ে জেলা ও উপজেলা প্রশাসনে নারীর অংশগ্রহণ আগের তুলনায় অনেক বেড়েছে। তবে মাঠ প্রশাসনে পুরুষের তুলনায় নারীর চ্যালেঞ্জ বেশি, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই নারীরা এগিয়ে যাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে মাঠ প্রশাসনের কয়েকজন নারী কর্মকর্তার সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে নারীদের চ্যালেঞ্জের বিষয়টি ফের সামনে এসেছে।

বর্তমানে ৬৪ জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে নারী সাতজন। এছাড়া ৪০ জন নারী অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), ১৩৭ জন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং দেড়শজনের মতো নারী সহকারী কমিশনার (ভূমি) রয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

আনজুমান আরা নড়াইলের ডিসি, সৈয়দা ফারহানা কাউনাইন নরসিংদীর ডিসি, শাহিদা সুলতানা গোপালগঞ্জের ডিসি, সাবিনা ইয়াসমিন পঞ্চগড়ের ডিসি, রহিমা খাতুন মাদারীপুরের ডিসি, আনার কলি মাহবুব শেরপুরের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুরের একটি ক্লিনিকের আইসিইউতে নেয়া হয়। সেখান থেকে ৩ সেপ্টেম্বর দুপুরে হেলিকপ্টারে করে অচেতন ওয়হিদা খানমকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়।

৩ সেপ্টেম্বর রাতে তার মাথায় অস্ত্রোপচার হয়। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *