মোজাম্মেল হোসেন কামাল : গত ৫ সেপ্টেম্বর শনিবার নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নোয়াখালী বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ আবদুল কাদের এর ১০ম মৃত্যু বার্ষিক ও এক স্মরণসভা বিকাল ৪টায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে মরহুমের পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় প্রবীণ সাংবাদিক মুহাম্মদ আবুল হাসেম’র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক মানবজমিন নোয়াখালী স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক মরহুম মোঃ আবদুল কাদেরর স্মৃতি চারণ করেন নোয়াখালী প্রেসক্লাব সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাপ্তাহিক নোয়াখালী পত্রিকার সম্পাদক এড. মির মোশাররফ হোসেন, দৈনিক রূপালী পত্রিকার নোয়াখালী প্রতিনিধি শিহাব উদ্দিন টিপু, সাপ্তাহিক চলতি ধারা সম্পাদক এম. বি আলম, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও রাজগঞ্জ বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু ছায়েদ মোহন, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও বিজয় টিভি নোয়াখালী প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, কবিরহাট প্রেসক্লাব সেক্রেটারী মোঃ ফারুক, সাংবাদিক শাহজাহান ও মোসলেহ উদ্দিন, মরহুমের কন্যা রহিমা ফেরদাউস লিপি, মরহুমের জামাতা এড. হুমায়ুন কবির বাবুল, অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ অনেকেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আমিরুল ইসলাম হারুন, মরহুমের স্ত্রী ফেরদাউস আরা বেগম, বড় কন্যা রাবেয়া ফেরদাউস (পপি), মেঝো কন্যা জান্নাতুল ফেরদাউস (হ্যাপী), ছোট কন্যা ফাতেমা কাদের (লিজা), সহ সাংবাদিকবৃন্দ।
পরে সাংবাদিক মরহুম মোঃ আবদুল কাদেরের কবরে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *