ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে পবিত্র আশুরা উপলক্ষে এক শোক পদযাত্রার আয়োজন করা হয়। স্থানীয় পুলিশ শত শত মানুষের এই শোক পদযাত্রাকে লক্ষ্য করে পেলেট গান, টিয়ারগ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হয়েছে কয়েক ডজন মানুষ।

কাশ্মীরের স্থানীয় বাসিন্দা জাফর আলী ফরাসী বলেন, কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠের বেমিনা এলাকায় শোক পদযাত্রা শুরু হয়েছিল। সেখানে সরকারি বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল। জনসমাগম ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস এবং পেলেট গান ছুড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে শোকযাত্রায় অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও ছররা গুলি ছুড়ে। সে সময় বিক্ষোভকারীদের অনেকেই কাশ্মীরে ভারতীয় শাসনের অবসানের দাবিতে স্লোগানও দেন।

তবে পুলিশ বলছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সব ধরনের ধর্মীয় পদযাত্রায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। শোকাহতরা এই আদেশের লঙ্ঘন করেছে।

শ্রী নগরের হাসপাতাল কর্মীদের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, আহত অন্তত ৩০ জন সেখানে চিকিৎসা নিয়েছে। এছাড়া অন্তত ৪০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *