নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যে মাত্র কয়েকদিন আগেই এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এবার উইসকনসিন প্রদেশের কেনোশা শহর আরেক কৃষ্ণাঙ্গকে গুলি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। পুলিশের কাছে ৩০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট চেয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার জেকব ব্লেক নামে এক কৃষ্ণাঙ্গ যুবককে পেছন থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পরপর সাতটা গুলি চালায় পুলিশ। এ ঘটনায় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাঁধে। বেশ কয়েকটি গাড়িও জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। শহরজুড়ে কারফিউ জারি করে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, নিরস্ত্র জেকবকে পুলিশের সেই গুলি করার দৃশ্য। মাথা নিচু করে রাস্তায় পার্ক করা নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন তিনি। পরনে সাদা হাতকাটা গেঞ্জি আর কালো হাফপ্যান্ট। তার পেছনে পিস্তল হাতে দুই পুলিশ অফিসার।
এক পর্যায়ে জেকবের গেঞ্জি ধরে টানতে শুরু করে এক অফিসার। কোনো বাধা দেয়ার চেষ্টা করেননি জেকব। তারপর তিনি ড্রাইভিং সিটের দিকে গাড়ির দরজা খুলতেই শুরু হয় গুলিবৃষ্টি।
এই ভিডিও সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে নেট-দুনিয়ায়। দোষীদের শাস্তি চাইলেও শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন জেকবের মা। ইতোমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে প্রদেশের বিচারবিভাগ।
শুক্রবারই দেশটির লুইসিয়ানা অঙ্গরাজ্যে এক কৃষ্ণাঙ্গকে গুলি করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি ছুরি হাতে একটি স্টোরে ঢোকার চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাকে গুলি করে। তার নাম ট্রেইফোর্ড পেলেরিন (৩১)। গুলিবিদ্ধ অবস্থায় তাকে কাছাকাছি একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ঘোষণা করেন।
মাত্র কয়েক মাস আগেই এক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গ্রেফতার করার পর এক পুলিশ কর্মকর্তা তাকে হাঁটু দিয়ে গলা চেপে ধরার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনার ভিডিও প্রকাশ হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে।
গত ২৫ মে সন্ধ্যায় সন্দেহভাজন একটি প্রতারণার ব্যাপারে কল পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে পুলিশের হাতেই তার মৃত্যু হয়। মিনিয়াপোলিস অঙ্গরাজ্যের একটি রেস্তোরাঁয় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন ৪৬ বছর বয়স্ক জর্জ ফ্লয়েড নামের ওই কৃষ্ণাঙ্গ।
ফ্লয়েডের মৃত্যুর পর আমেরিকায় পুলিশের হাতে মৃত্যুর ঘটনার উদ্বেগজনক পরিসংখ্যান সামনে আসে। ওয়াশিংটন পোস্টের সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মারা গেছেন ১০১৪ জন এবং বিভিন্ন জরিপে দেখা গেছে, আমেরিকায় পুলিশের গুলিতে নিহতদের মধ্যে তুলনামূলকভাবে বেশিরভাগই কৃষ্ণাঙ্গ আমেরিকান।