নিউজ ডেস্ক: রাজধানীর পূর্ব রামপুরায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার (২২ আগস্ট) রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) মো. তৌহিদুল ইসলাম জানান, কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

তিনি আরও জানান, ধর্ষিতার শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত মোর্শেদুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্ব রামপুরায় মা-বাবার সঙ্গে থাকে ওই কিশোরী। পুর্ব পরিচয়ের সুত্র ধরে রিকশাচালক বাবার সঙ্গে ধর্ষক মোর্শেদুল মাঝেমাঝেই তাদের বাসায় যাওয়া আসা করতো। মাঝেমাঝেই ওই কিশোরী তার বাসায় গিয়ে বাসার কাজ করে দিয়ে আসতো।

১সপ্তাহ আগে মোর্শেদুল ওই কিশোরীকে কাজের কথা বলে তার বাসায় নিয়ে যায় । পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তবে কিশোরী বাসায় ফিরে ভয়ে কাউকে কিছু বলেনি। পরিবারের লোকজনও বিষয়টি জানার পরেও চেুপ ছিল। শনিবার তাদের এক প্রতিবেশী বিষয়টি থানায় জানালে পরে ধর্ষিতার পরিবারকে থানায় ডেকে আনা হয়। এরপর ঘটনা বিস্তারিত শুনে মামলা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *