ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধ, বিদ্যুতের দাম বাড়ানোর কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানসহ আটজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে গ্রাহকের কাছ গ্রহণ করা ভুতুড়ে বিলের তথ্য বিইআরসির ওয়েবসাইটে প্রকাশ করতেও বলা হয়েছে নোটিশে।

রোববার (২৩ আগস্ট) ভোক্তাস্বার্থ নিয়ে কাজ করা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যের্তিময় বড়ুয়া এ নোটিশ পাঠান।

নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী নিজে।

করোনা মহামারিতে বিপর্যস্ত পরিস্থিতিতে দুই মাস ধরে অতিরিক্ত বিলের অভিযোগ ওঠে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখতে গত ২৫ জুন দুটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ। কমিটিগুলোকে সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়। বিদ্যুৎ বিভাগের এ সময় শেষ হয় গত ২ জুলাই। এরই মধ্যে ডিপিডিসির বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে।

এদিকে করোনাকালে ভুতুড়ে বিদ্যুৎ বিল করার সঙ্গে জড়িত এক নির্বাহী প্রকৌশলীসহ চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া দেশের চারটি বিদ্যুৎ বিতরণ সংস্থার ২৯২ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে বিদ্যুৎ বিভাগ গঠিত তদন্ত কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *