ঘোষণা ডেস্ক : প্রিয়াঙ্কা সরকার কলকাতার একজন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী। তিনি চলচ্চিত্র ও টেলিভিশনে সমান তালে অভিনয় করে যাচ্ছেন। রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন প্রিয়াঙ্কা। এই সিনেমার মাধ্যমেই বাঙালি এই অভিনেত্রী দর্শকের মনে জায়গা করে নিয়েছেন।

এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক অভিনয় করেছেন ‘এই পৃথিবী তোমার আমার’, ‘দ্য রয়েল বেঙ্গল টাইগার’, ‘শোন মন বলি তোমায়’, ‘বর বউ খেলা’, ‘কাগজের বউ’, ‘ভালোবাসা এমনই তো হয়’সহ অনেক সিনেমাতে।

প্রিয়াঙ্কা কলকতার অভিনেতা রাহুল ব্যানার্জীকে ২০১০ সালে বিয়ে করেন। বর্তমানে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

বর্তমানে দুজনেই নিজেদের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। তবে ক্যারিয়ারের দিক থেকে অনেকটা এগিয়ে গেছেন প্রিয়াঙ্কা। একের পর এক সফল ছবি, পাইপলাইনে রয়েছে বড়-বড় প্রজেক্ট।

ইদানিং প্রিয়াঙ্কাকে অনেক বেশি সাহসী ভূমিকায় দেখা যাচ্ছে। সম্প্রতি ফটোশুটে তোলা ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তথাগত ঘোষের ফটোগ্রাফিতে হট লুকে দেখা গেছে প্রিয়াঙ্কা সরকারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *