ঘোষণা ডেস্ক : নরসিংদীতে সংঘবদ্ধ অপহরণকারীচক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব। তারা হলেন- মো. অভিক মিয়া (২৮), মো. পাপ্পু মিয়া (২৮), মারিয়া আক্তার মন্টি (২৩) ও মো. বাদল মিয়া (৫৮)। সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ শনিবার বেলা সাড়ে ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১।
র্যাব-১১ জানায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ অপহরণকারীচক্রের সক্রিয় সদস্য। তারা অপহরণের উদ্দেশে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় ছদ্মবেশে মাইক্রোবাস যোগে ঘুরে বেড়ায়।
সুযোগ বুঝে বিভিন্ন এলাকার বিত্তশালী লোকদের অপহরণ করে চেতনানাশক ওষুধ দিয়ে করে অবচেতন করে গোপন স্থানে নিয়ে জিম্মি করে। শারীরিক নির্যাতন করাসহ প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছ থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে মোটা অংকের টাকা মুক্তিপণ নিয়ে থাকে।
আটককৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।