ঘোষণা ডেস্ক : বই মেলা থেকে ফেরার পথে কুষ্টিয়ায় এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত সাজিদ (১৫) শহরের হাউজিং বি-ব্লক এলাকার কামাল হোসেনের ছেলে ও শহরের প্রতীতি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত সাজিদকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
সাজিদের পরিবারের সদস্যরা জানান, সে বাড়ি থেকে বিকেল ৫টার দিকে চৌড়হাঁস এলাকায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। প্রাইভেট পড়া শেষে কালেক্টরেট চত্বরের বই মেলা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।
তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, ছুরিকাঘাতের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক করা হবে বলেও জানান তিনি।