রাঙ্গামাটিতে একটি আঞ্চলিক সংগঠনের আভ্যন্তরীণ কোন্দলে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজস্থলী উপজেলার দুর্গম বালুমুড়া মারমা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহম্মেদ খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় দুর্গম বালুমুড়ার মারমা পাড়ায় আঞ্চলিক দলের মধ্যে প্রায় দেড় ঘণ্টা ধরে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আমরা খবর পাওয়া মাত্র এলাকার উদ্দেশে ফোর্স নিয়ে রওনা হয়েছি। ঘটনার বিস্তারিত এলাকায় গিয়ে জানাতে পারবো।
এদিকে কোন কোন গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় একটি সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) গ্রুপের মধ্যে কোন্দলে এই ঘটনা ঘটেছে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (সন্তু লারমা) গ্রুপের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।