উইকিলিকসের প্রতিষ্ঠাতা বর্তমানে যুক্তরাজ্যের কারাগারে রয়েছেন। সুইডেনের এক প্রসিকিউটর জানিয়েছেন, তার বিরুদ্ধে আর কোনও তদন্ত চালানো হবে না। দ্য গার্ডিয়ান।
একটি সংবাদ সম্মেলনে ডেপুটি চিফ প্রসিকিউটর ইভা-মেরি পেরসন জানিয়েছেন, অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে একটি পার্লামেন্টারি তদন্ত চলছিলো। এর আগে জুন মাসে সুইডেনের একটি আদালত জানায়, অ্যাসাঞ্জকে আটকে রাখা ঠিক হবে না। দুই মাস আগে ৪৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান সাংবাদিককে বহিস্কার করে লন্ডনের ইকুয়েডর দূতাবাস। ২০১২ সাল থেকে তিনি সেখানে আশ্রয় নিয়ে ছিলেন। ২০১২ সালে জামিনের শর্ত ভঙ্গ করার অপরাধে তিনি বর্তমানে ৫০ মাসের সাজা খাটছেন।