ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি এক সাংবাদিকের চোখ হারানোর ঘটনায় এই অভিনব প্রতিবাদ করেন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা। সোমবার রাত ৯টার খবরে ফিলিস্তিন টিভিতে দুই নিউজ প্রেজেন্টার বাম চোখে ব্যান্ডেজ লাগিয়ে সংবাদ পাঠ করেন। এ বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শুক্রবার পশ্চিম তীরে একটি বিক্ষোভ কভারেজ করার সময় ইসরাইলি বাহিনীর গুলিতে বাম চোখ হারান মোয়াজ আমারনা নামের এক সাংবাদিক। ঘটনাটি গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। এর পর থেকেই  ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।

আমারনার সহকর্মীরা জানান, শুক্রবার পশ্চিম তীরের হেবরনের কাছে একটি বিক্ষোভ চলাকালীন ইসরাইলি বাহিনী আমারনাকে লক্ষ্য করে গুলি চালায়। এর ফলে মোয়াজ তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন বলে জানিয়াছেন চিকিৎসকরা ।

এ বিষয়ে এক বিবৃতিতে ইসরাইলের পুলিশ জানিয়েছে, শুক্রবারের বিক্ষোভ চলাকালে আমারনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় ওই সাংবাদিক অনাকাঙ্ক্ষিত ভাবে গুলিবিদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *