প্রথমবারের মত ইরানের একটি নলেজ-বেজড ফার্ম ক্যান্সার প্রতিষেধক ওষুথের কাঁচামাল উৎপাদন করেছে। ন্যানো ক্যালসিয়াম কার্বোনেট তৈরিতে এ ফার্মটি সফলতা পাওয়ার পর এ উপাদান এখন বিভিন্ন ধরনের ক্যান্সারের ওষুধ তৈরিতে কাজে লাগবে। ফার্মটির প্রধান নির্বাহী রাজেঘি খোসরাভি জানান, ন্যানো ক্যালসিয়াম কার্বোনেট ন্যানো উপাদান হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের ওষুধ কোম্পানিতে প্রচুর পরিমানে ব্যবহার হয়ে থাকে। এমনকি এধরনের উপাদান স্বচ্ছ পলিমার, ভিন্ন রকমের প্লাস্টিক ও টায়ার তৈরিতে ব্যবহার হয়। এছাড়া ন্যানো ক্যালসিয়াম কার্বোনেট স্বাস্থ্য শিল্পতে কৃত্রিম পা তৈরি ছাড়াও ক্যান্সার প্রতিষেধক ওষুধ তৈরিতে ব্যবহার হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানই প্রথম এধরনের ন্যানো ক্যালসিয়াম কার্বোনেট তৈরি করলে বলে তিনি জানান। তিনি আরো জানান, ইরানের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ভবিষ্যতে তা আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার পর ইউরোপের দেশগুলোতে পণ্যটি রফতানির উদ্যোগ নেয়া হবে।
ইরান ন্যানো ক্যালসিয়াম কার্বোনেট আমদানি করে চীন, অস্ট্রিয়া ও স্পেন থেকে। তবে ইরানের যে ক্যালসিয়াম কার্বোনেট তৈরি করা সম্ভব হয়েছে তা সম্পূর্ণ দেশটির নিজস্ব প্রযুক্তি ও লোকবলের মাধ্যমেই হয়েছে।