দীর্ঘ এক যুগ পর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে এলাকায় ভোট চাওয়া উপজেলার আড়পাড়া গ্রামের মিরু খাকে আবার পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে।
একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুল আজীম আনারের লিফলেট নিয়ে এলাকায় ভোট চাচ্ছেন মিরু খা- এমন কিছু ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এমন বিতর্কিতদের কমিটিতে স্থান দেয়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র সমালোচনা চলছে। এছাড়াও অভিযোগ উঠেছে, সদ্য ঘোষিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লান্টুও গত নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন।
জানা গেছে, গত ৭ নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক এস এম মসিউর রহমান ও সদস্য সচিব এম এ মজিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কালীগঞ্জ উপজেলা কমিটি ৪১ ও পৌর কমিটি ৩১ সদস্য বিশিষ্ট করা হয়। পৌর বিএনপির কমিটিতে ২০ নং সদস্য হিসেবে নাম রয়েছে মিরু খা নামে ওই ব্যক্তির।
বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যে কমিটি গঠন করা হয়েছে সেখানে অধিকাংশ নেতারা এলাকায় থাকেন না। দলের এই দুঃসময়ে নৌকার পক্ষে কাজ করে পদ পাওয়াটা দুঃখজনক। জেলা কমিটি যাচাই-বাছাই ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা না বলেই কমিটি ঘোষণা করেছে। এছাড়া উপজেলা কমিটিতে জ্যৈষ্ঠতা লঙ্ঘন করে এক জুনিয়রকে যুগ্ম আহ্বায়ক করায় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
গত নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাওয়া সম্পর্কে পৌর বিএনপির সদস্য মিরু খা প্রথমে বিষয়টি অস্বীকার করেন। এরপর ভাইরাল হওয়া ছবির কথা জানালে তিনি বলেন, তিনি দুই দিন গিয়েছিলেন কিন্তু তিনি আওয়ামী লীগে যোগদান করেননি।
কালীগঞ্জ পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা বলেন, মিরু খাসহ উপজেলা ও পৌর বিএনপির অনেক নেতা নতুন কমিটিতে স্থান পেয়েছে যারা গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সরাসরি মাঠে নেমে ভোট করেছেন। তারা কিভাবে কমিটিতে স্থান পেল তা তার বোধগম্য নয়। এছাড়াও উপজেলা ও পৌর কমিটির অনেকেই আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেন। আমি এই দুই কমিটি স্থগিত চাই। অনেক ত্যাগী নেতাকর্মীরা কমিটিতে স্থান পাইনি।
কমিটি নিয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব এমএ মজিদ জানান, বিষয়টি তিনি জানেন না। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন।
নৌকার পক্ষে ভোট চেয়ে বিএনপির কমিটিতে কীভাবে স্থান পেল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় দল সামান্য ভুল হতেই পারে।