আজকের সময় প্রতিবেদক :
ফেনী জেলার স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের বন্ধনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। তাকিয়া রোডস্থ দাওয়াখানা মসজিদে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ফেনী জেলা হিফজ পরিষদের ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় ফেনীর বিভিন্ন হিফজ মাদ্রাসা থেকে ১২০জন হাফেজ অংশগ্রহণ করে। ৩টি প্যানেলের সমন্বয়ে গঠিত বিচারিক ব্রাঞ্চ ১৩জন ক্ষুদে হাফেজকে চূড়ান্তভাবে নির্বাচন করে। আগামী ৪ নভেম্বর, শুক্রবার ফাইনাল রাউণ্ডে ১ম, ২য়, তয় স্থান অর্জনকারী নির্ধারিত হবে। ফাইলালে উন্নীত সকল প্রতিযোগির জন্য রয়েছে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট সহ নানান পুরস্কার।
ওসমান গণী রাসেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তারুণ্যের বন্ধনের বর্তমান সভাপতি নিশাদ আদনান, প্রোগ্রাম কোর্ডিনেটর নূর নবী হাসান, সাইদুল ইসলাম, এস বি প্রিয়, ইউসুফ সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা হিফজ পরিষদের পক্ষ থেকে সভাপতি মাওলানা আব্দুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রোগ্রামে আগত অতিথিরা আয়োজনকে সাধুবাদ জানান। এ ধরনের কার্যক্রম আরো আয়োজনের জন্য তারুণ্যের বন্ধনের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *